প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় সর্বজনীন পেনশন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংকের বুথ স্থাপন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা। এসময় বোদা পৌর মেয়র আজাহার আলী, সোনালী ব্যাংকের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সুধীবৃন্দ পেনশন করতে আগ্রহীরা উপস্থিত ছিলেন। কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিনের সর্বপ্রথম সুরক্ষা পেনশন স্কিম চালুর মধ্য দিয়ে বোদা উপজেলায় সর্বজনীন পেনশন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ৫০ জন আগ্রহী সর্বজনীন পেনশন স্কিম চালুর জন্য অনলাইনের মাধ্যমে তাদের ফরম পূরণ করেন।
