রূপালী ব্যাংকের চার মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা 

জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জš§দিন উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড চার মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। সম্প্রতি রাজধানীর দিলকুশার ব্যাংকটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান, হাসান তানভীর ও তাহমিনা আখতার এবং প্রধান কার্যালয় ও ঢাকার সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি