ময়মনসিংহে বড় পরিসরে ব্র্যাক ব্যাংক

নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। উন্নত গ্রাহকসেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ শাখা বড় পরিসরে স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক। গত মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ময়মনসিংহের নতুন বাজারের শ্যামচরণ রায় রোডে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।  অনুষ্ঠানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ এ কে এম তারেক ও তাহের হাসান আল মামুন, হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম, রিজিওনাল হেডÑ ঢাকা নর্থ ও ময়মনসিংহ তানভির রহমান, ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি