শেয়ার বিজ ডেস্ক: স্টারবাকস কভিড-১৯ মহামারির পর পুনর্ব্যবহারযোগ্য কাপ ফিরিয়ে আনছে। এই আইকনিক মার্কিন কফি সংস্থাটি এই গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ায় তাদের ‘বরো-আ-কাপ’ ক্যাম্পেইন চালু করেছে। খবর: এপি।
স্টারবাকস ২০৩০ সালের মধ্যে তার সব প্যাকেজিং পুনর্ব্যবহারযোগ্য বা কম্পোস্টযোগ্য করার পরিকল্পনার করছে। এর আগে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০১৫ সালের মধ্যে তারা শতভাগ পুনর্ব্যবহারযোগ্য কাপ আনবে। এখন পর্যন্ত সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রতি বছর প্রায় ১৩০ বিলিয়ন বা ১৩ হাজার কোটি ডিসপোজেবল কাপ ব্যবহার করে। এর মধ্যে প্রায় ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি কাগজের কফি কাপ রয়েছে, যার মধ্যে কফি গরম রাখার জন্য প্লাস্টিকের একটি স্তর দেয়া থাকে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্টারবাকসের ১২টি দোকানে গ্রাহকরা তাদের নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য কাপ নিয়ে না এলে তারা স্টোর থেকে একটি ধার নিতে পারেন। পরদিন এটি ধুয়ে অন্য গ্রাহকদের পুনর্ব্যবহারের জন্য ফিরিয়ে আনতে পারেন। তারা যদি ক্যাফেতে বসে কফি পান করার পরিকল্পনা করেন, তবে সিরামিক এবং গ্লাস ‘ফর হেয়ার ওয়্যার’ ব্যবহার করতে পারে।
স্টারবাকস কলোরাডো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে পুনর্ব্যবহারযোগ্য কাপের ব্যবহারের বিষয়ে কর্মসূচি পরীক্ষা করেছে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্টোরে গ্রাহকরা তাদের ‘বরো-আ-কাপ’ এক ডলার ছাড়ে ফেরত দিতে পারবেন, অথবা ক্যাম্পাসের আশপাশের একটি পাত্রে ফেলে দিতে পারবেন।
কর্মসূচির ঘোষণায় সংস্থাটি বলেছে, স্টারবাকসের বেশিরভাগ পানীয় ভ্রমণের সময় উপভোগ করছেন গ্রাহকরা। সংস্থাটি গ্রাহকদের পুনর্ব্যবহারের দিকে নিয়ে যাওয়ার বিকল্পটি কীভাবে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারে, তা পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং শিখছে।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের ভাইস প্রেসিডেন্ট এরিন সাইমন বলেন, বৃহৎ প্রতিষ্ঠানগুলো যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হবে। তবে এজন্য সরকারের নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি।
তার মতে, শুধু একটি প্রতিষ্ঠান বা একটি সংস্থা, এমনকি একটি খাতও নিজেরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। তাদের দরকার সমন্বিত পদক্ষেপ।