দেশের আরও আটটি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান তাদের কর্মী ও শ্রমিকদের বেতন-ভাতা বিতরণ করবে বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে। এ নিয়ে দেশের পোশাক শিল্পের এক হাজার ১০০-টিরও বেশি কারখানার ১০ লাখের বেশি কর্মী ও শ্রমিকের বেতন-ভাতা দেয়া হচ্ছে বিকাশ-এর ডিজিটাল পে-রোল সল্যুশন ব্যবহার করে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিকাশের চুক্তির বিষয়ে ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোয়াজুদ্দিন গ্রুপের গ্রুপ পরিচালক আবদুল্লাহ আল নোমান, টার্গেট গ্রুপের উপদেষ্টা আব্দুল হক, জামালউদ্দিন গ্রুপের এমডি জামাল উদ্দিন মিয়া, শাহানা গ্রুপের এমডি মো. মিজানুর রহমান অপু, ব্রিটানিয়া গ্রুপের এমডি জামিল আহমেদ ও প্যাট্রিয়ট গ্রুপের এমডি মো. ইকবাল হোসেন। বিজ্ঞপ্তি




