এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট, কুমিল্লা সদর ও গৌরীপুর উপজেলায় এক হাজার ১৫৫ জন প্রান্তিক কৃষকের মধ্যে সম্প্রতি বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। ব্যাংকের এসইভিপি মো. মনিরুল আলমের সভাপতিত্বে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এ সময় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব ও উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া কুমিল্লা সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসইভিপি মো. মনিরুল আলমের সভাপতিত্বে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা উদ্বোধক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
