ট্রাম্পকে আগে সামলান তারপর এসব ভিসা-টিসা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ট্রাম্পকে আগে সামলান। তারপর এসব ভিসা-টিসা। আমাদের এতো ছোট-খাটো বিষয় নিয়ে কেন মাথা ঘামান? এতো বড় দেশ। বাইডেন সাহেব এতো বড় বিশ্বনেতা। আপনার দেশে জনমত জরিপে এখন ট্রাম্পের সংখ্যা বেশী, নম্বর বেশী। আপনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকেন আমাদের আপত্তি নাই। নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না। এক ট্রাম্পই আপনার ঘুম হারাম করে দিয়েছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি। এ ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেবো না। সব জায়গায় দখলে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকদের, শেখ হাসিনার কর্মীদের।

তিনি বলেন, ‘আপনারা তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরা অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখিয়ে দেবো হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনার ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, মুক্তিযুদ্ধের ম্যাজিক, জাতীয় পতাকার ম্যাজিক, স্বাধীনতার ম্যাজিক। হাসিনা ম্যাজিকেরই জয় হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা। নানান মতের জগা খিচুরির ঐক্য দিয়ে শেখ হাসিনার সরকারকে হটানো যাবে না।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল প্রমুখ।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তিনি এখন কোথায় কোথায় কান্না করেন। এতো কান্না কোথায় ছিল। ৪৮ মিনিট খালেদা জিয়ার জন্য একটা আন্দোলন করতে পারেন না। এবার ব্যর্থতার জন্য পদত্যাগ করেন। মির্জা ফখরুল ব্যর্থ সেক্রেটারী। ঘরের আগুনে মির্জা ফখরুলের ঘুম হারাম। অক্টোবরে আমাদের বিদায় দিবে তো। নিজেরা কয়ভাগে ভাগ হয়। তাদের যে ঘরের মধ্যে আগুন জ্বলছে সেই আগুনেই তারা পুড়ে মরবে। আমরা এ অক্টোবরেও আছি আগামী অক্টোবরেও আছি। আমাদের নেত্রী দয়া দেখিয়ে, মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়াকে আজকে বাসায় রেখেছে।

তিনি বলেন, আমাদের ক্যাপ্টেইন শেখ হাসিনা আসছে, খেলা হবে। তিনি ওয়াশিংটনে আছেন। সেখান থেকে আসলে খেলা হবে। তিনি সকলকে বলেছেন তৈরী হয়ে যাও। খেলা হবে দুর্নীতি, অর্থ লুটপাট ও হাওয়া ভবনের বিরুদ্ধে, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে। তারেকের বিরুদ্ধে।