শেয়ার বিজের মালিকানা পরিবর্তন নিয়ে গুজবের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বিজের মালিকানা পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার গুজব ছড়ানো হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল এ গুজব ছড়ায়। তবে কী কারণে এ ধরনের গুজব ছড়ানো হয়েছে, তা স্পষ্ট নয়।

গত ২৬ সেপ্টেম্বর প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যাতে উল্লেখ করা হয় দেশের ব্যবসা-বাণিজ্যবিষয়ক অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক শেয়ার বিজের মালিকানার হাতবদল হয়েছে। ভারতের শিল্পগোষ্ঠী আদানির স্টাইলে দেশের শীর্ষস্থানীয় একটি গ্রুপ শেয়ার বিজ কিনে নিয়েছে বলে সে সময় দাবি করা হয়।

পরবর্তী সময় ১ অক্টোবর আরেকটা ভুয়া খবর ছড়ানো হয়। তাতে বলা হয়, দেশের বাইরে যুক্তরাজ্যে শেয়ার বিজের মালিকানা পরিবর্তন-সংক্রান্ত একটি বৈঠক হয়। সে বৈঠকে দুই পক্ষের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে মালিকানা পরিবর্তনের বিষয়ে উভয় খবরের কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি গুজব রটনাকারীরা।

এ বিষয়ে শেয়ার বিজের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলা হচ্ছে, খবর দুটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। দৈনিক শেয়ার বিজ দেশের কোনো শিল্পগ্রুপের কাছে বিক্রি করা হয়নি। কারা কী উদ্দেশ্যে এই গুজব ছড়িয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

এ ব্যাপারে শেয়ার বিজ (প্রা.) লিমিটেডের কোম্পানি সচিব বলেন, খবরটি ভুয়া ও গুজব। এ খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেন।