সম্প্রতি সীমান্ত ব্যাংকের ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এবং ডিপার্টমেন্টাল অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম। কনফারেন্সে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম ও যুগ্ম পরিচালক ইমানুর হাসান। সীমান্ত ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, সব ব্যামেলকো ও ড্যামেলকো ওই অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি
