স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘রেমিট্যান্স সেবায় উৎকর্ষ’ শীর্ষক কর্মশালা

শরিয়াহ্ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে গত সোমবার ও মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্মে ‘রেমিট্যান্স সেবায় উৎকর্ষ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। কর্মশালায় প্রবাসী গ্রাহকদের সেবা ও রেমিট্যান্স লেনদেন পরিচালনায় দক্ষতা অর্জনের বিষয়ে সেশন পরিচালনা করেন এনইসি মানি বিডি’র কান্ট্রি ম্যানেজার ওসমান গনি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাশিদুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব রেমিট্যান্স জাকারিয়া মাহমুদ। কর্মশালায় ব্যাংকের ১৩৮টি শাখাপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় উপস্থিত ছিলেন এসবিএল লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান হাসিবুল হাসান। বিজ্ঞপ্তি