বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি মার্কিন ডলারে পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা এবং কৌশলগত পরিকল্পনা বিভাগের (এফএসএসএসপিডি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাসার এবং মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি