বাজার নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ায় কারও নেই: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারও নেই। বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়। তবে সরবরাহ ও চাহিদার মতো কিছু অনুষঙ্গ আছে। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়।

তিনি বলেন, বাজারে চাহিদা ও জোগানের ঘাটতি আছে। তাই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এছাড়া বাজার তদারকিতে সরকারেরও দুর্বলতা আছে।

‘দুই বছর আগে অনেকেই বলেছিলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে’Ñএ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি আকারে আমাদের অর্থনীতির ১০ ভাগের এক ভাগও নয়। কিছু সূচকে শ্রীলঙ্কা আবার আমাদের চেয়ে এগিয়ে। শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে, ভালো। আমি প্রশংসা করি। আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াব। ভয় বা সংকটের কোনো বিষয় নেই।