আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রশিক্ষণ ইনস্টিটিউটে সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি পারভীন আকতার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহের রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমানসহ ব্যাংকের নির্বাহীরা। ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. এনামুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই অঞ্চলের সব ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা সম্মেলনে অংশ নেন। বিজ্ঞপ্তি