জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে তার ৬০তম জম্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। এ সময় অন্যদের মধ্যে ডিএমডি সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররা, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
