শ্যামনগরে এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় উদ্বোধন করা হয়। স্থানীয় এজেন্ট ও এনজিও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসভিপি মোহাম্মদ শফিউল আজম। এ সময় খুলনা শাখা অঞ্চলপ্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. সাজেদুল আলম খান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. ফিরোজ চৌধুরীসহ খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি