শরিয়াহ্ভিত্তিক ব্যাংক পরিচালনায় করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠা, শরিয়াহ্ পরিপালন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ঘোষিত দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২২-এ ইসলামি ব্যাংকিং ক্যাটেগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং সিএফও মো. আলী রেজা। অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট মো. আসাদ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
