মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে ব্যাংক এশিয়ার কর্মশালা

ব্যাংক এশিয়া লিমিটেড বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় সেশন পরিচালনায় ছিলেন বিএফআইইউর পরিচালক মো. আরিফুজ্জামান এবং রিসোর্স পারসন ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. মহসিন হোছাইনী। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরিচালক জাকিয়া রউফ চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, দিলওয়ার এইচ চৌধুরী, এমএ বাকী খলীলী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম এবং হেলাল আহমেদ চৌধুরী কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি