এক্সিম ব্যাংকে সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষ ককর্মশালা

এক্সিম ব্যাংকের উদ্যোগে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটি রেটিং অব ব্যাংকস্’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়া বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএফডির যুগ্ম পরিচালক আবু রায়হান। বিজ্ঞপ্তি