৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: দেশের ৪৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটেগরির আইএসপি লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। এসব লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটেগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।

প্রতিষ্ঠানগুলো হলোÑএম/এস মেটাফোর ডিজিটাল মিডিয়া, এম/এস ইয়োলো নেট, এম/এস বটতলা সাইবার নেট, এম/এস এক্সপি অনলাইন, এম/এস সিটিকম নেটওয়ার্ক, এম/এস বিসিএল অনলাইন সার্ভিস অ্যান্ড সাইবার ক্যাফে, এম/এস টাচ নেট ব্রডব্র্যান্ড কানেকশন, এম/এস সিউ ক্লাব টেকনোলজি, এম/এস সাইবার হাট, কাউমি অনলাইন, ফিউচার নেট সলিউশন, এম/এস আয়রা সাইবার ক্যাফে, এ-১ ডট নেট, অ্যাভা বিডি নেটওয়ার্ক, অটোমোশন সিসটেম, এক্সট্রেম নেট, মাইশা নেট, দেশ কমিউনিকেশন, ভূইয়ান টেলিকম, নেক্স জ্যান অনলাইন, ঢাকা ইন্টারনেট, স্বাধীনতা নেট, ওকে নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন, বিসমিল্লাহ কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, ইডিজিই স্পিড, গ্রীন জোন অনলাইন, টাচ কমিউনিকেশন, বি অনলাইন, জিসান কমিউনিকেশন, নাসা মাল্টিমিডিয়া নেটওয়ার্ক, বাইনারিক মেক্সিস বিডি, আলোনিয়া নেট বিডি, বেতাগা অনলাইন, অহোন কমিউনিকশন, তোয়া অনলাইন, আইটি কম্পিউটার, আই কম্পিউটার ট্র্যানিং ইনস্টিটিউড, বগরাইনফো ডটকম, ডিজিটাল ইন্টারনেট সার্ভিস প্রোগাইডার, ফ্রেন্ড ব্রডব্র্যান্ড, জিও-নেট, স্টার ইন্টারনেট সার্ভিস, এশিয়ান নেটওয়ার্ক, স্মার্ট অনলাইন, টেড অনলাইন, এম/এস গ্রীন ব্রডব্র্যান্ড, এম/এস ভোলা ডট নেট,  দিপা ইন্টারনেট অ্যান্ড সাইবার ক্যাফে ও নিশি নেট।