ওয়াল স্ট্রিটে পতনেও লেনদেনে শীর্ষে মাইক্রোসফট

 

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের অতিকায় প্রতিষ্ঠান মাইক্রোসফটের শেয়ারদরে ব্যাপক উত্থান দেখা যায়। এতে বিশ্ব পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা যায় বলে এক প্রতিবেদনে জানায় এপি।

মঙ্গলবার ওয়াল স্ট্রিটে সূচকের মধ্য দিয়ে দিনটি শেষ হয়। বিশ্ববাজারে তেলের দামও কমেছে।

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান মাইক্রোসফটে যোগ দেয়ার পর মাইক্রোসফটের শেয়ারের দাম বৃদ্ধি পায় এবং গতকাল ব্যাপক লেনদেন হয়।

ফ্রান্সের স্টক এক্সচেঞ্জের সূচক সিএসি ৪০ কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। এতে দিনের শুরুতে তাদের পয়েন্ট হয় ৭ হাজার ২৩৮ দশমিক ৮৯। একই দিন জার্মানি ডিএএক্স সূচক শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৯৩৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। তবে ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যায়। এ কারণে তাদের পয়েন্ট দাঁড়ায় ৭ হাজার ৪৮৩ দশমিক ১৫-তে।

এদিন ওয়াল স্ট্রিটের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমে শূন্য দশমিক ১ শতাংশ, পয়েন্ট হয় ৩৫ হাজার ১৯৫। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে প্রায় শূন্য দশমিক ১ শতাংশ। এতে তাদের পয়েন্ট ৪ হাজার ৫৬৯-এর স্তরে নেমে আসে।

এদিন এশিয়ার পুঁজিবাজারে অন্যতম হংকংয়ের হ্যাং সেং সূচক উত্থানের মধ্য দিয়ে দিন শুরু করলেও এই ধারা বজায় রাখতে পারেনি। পতনের মধ্য দিয়ে শেষ হয় তাদের দিনটি। দিন শেষে তাদের সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১৭ হাজার ৭৩৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সাংহাই কম্পোজিট সূচক প্রায় শূন্য দশমিক ১ শতাংশের কমে ৩ হাজার ৬৭ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

টোকিওর বেঞ্চমার্ক সূচক নিক্কেই ২২৫ শূন্য দশমিক ১ শতাংশ কমে ৩৩ হাজার ৩৬৪ দশমিক ১৪ পয়েন্ট হয়েছে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক বৃদ্ধি পায় শূন্য দশমিক ৩ শতাংশ। এতে তাদের পয়েন্ট হয় ৭ হাজার ৭৮ দশমিক ২০। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বৃদ্ধি পায় শূন্য দশমিক ৮ শতাংশ, পয়েন্ট হয় ২ হাজার ৫১০ দশমিক ৪১।

গতকাল ওয়াল স্ট্রিটে মাইক্রোসফটের শেয়ারদর বৃদ্ধি পায় ২ দশমিক ১ শতাংশ। স্যাম অল্টম্যানের মাইক্রোসফটে যোগ দেয়ার ঘটনায় তাদের শেয়ারদরে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে মন্থর অবস্থা থাকায় অপরিশোধিত তেলে দুর্বল চাহিদা উদ্বেগ বাড়িয়েছে। ফলে মঙ্গলবার তেলের ফিউচারগুলোর দর হ্রাস পেয়েছে। গতকাল বিশ্ববাজারে ইউএস ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৩১ সেন্ট কমে ৭৭ ডলার ৬২ সেন্ট হয়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের তথ্যে আরও দেখা যায়, তেলের বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৬ সেন্ট কমে ৮১ ডলার ৯৬ সেন্ট হয়েছে।

গতকাল ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের দর কিছুটা বেড়েছে। ইয়েনের দর কমে ১৪৭ দশমিক ৪৫ হয়েছে। তবে ইউরোর পতন হয়ে ১ দশমিক ০৯৫৭ হয়েছে।

এর আগে সোমবার ওয়াল স্ট্রিটে বড়সড় বৃদ্ধি দেখা যায়। এদিন সকালে এশিয়ার পুঁজিবাজারগুলোও ছিল ঊর্ধ্বগামী। চীনের সিএসআই৩০০ সূচক প্রায় শূন্য দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। হংকংয়ের সূচক হ্যাং সেং প্রায় ১ দশমিক ২৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল। সোমবার ওয়াল স্ট্রিটের নাসডাক সূচক প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।