চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ইলিয়াস আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়নপুরের জহুরপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে জেলার নাচোল উপজেলার উত্তর সাঁকো পাড়া নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।

নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।