প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা হেলপার দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হাইওয়ে দিয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে থাকা কয়েকজন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক হেলপারের হাত পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।
সোনারগাঁ তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইস্টিটিউটে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।