পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনী

শেয়ার বিজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খবর: রয়টার্স।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রয়টার্স জানায়, জেনিনে আট বছর বয়সী আদম সামের আল-গৌল ও ১৫ বছর বয়সী সুলেইমান আবু আল-ওয়াফাকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করে বলেছে, দখলদার সেনারা ঠাণ্ডা মাথায় দুই শিশুকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদি সেনাদের তাণ্ডব অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সেখানে ব্যাপক ধরপাকড় শুরু করলে স্থানীয় লোকজন ইসরায়েলি সেনাদের প্রতিহত করে এবং এর ফলে দুই পক্ষের মধ্যে সংঘাত বেধে যায়।

ওয়াফা জানিয়েছে, এ সময় দখলদার সেনারা বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলে এবং বুলডোজার দিয়ে রাস্তা ধ্বংস করে দেয়। তারা একটি বাড়িতে ড্রোনের সাহায্যে বোমাবর্ষণ করে। ইসরাইলি সেনারা বুলডোজার চালিয়ে জেনিন শহরের পানি, বিদ্যুৎ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক ক্ষতি করে। ফিলিস্তিনের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে জেনিন শরণার্থী শিবিরে তাদের প্রবেশ বেশ কয়েক ঘণ্টা ঠেকিয়ে রাখে। এসময় দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি বোমা দিয়ে ইহুদিবাদীদের সাঁজোয়া যানে আঘাত হানেন এবং এতে দখলদার সেনাদের ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা জেনিন শিবিরে দুই ফিলিস্তিনি কমান্ডারকে হত্যা করেছে। দুই শিশুকে হত্যা করার কয়েক ঘণ্টা পর ওয়াফা জানায়, জেনিন ক্যাম্পে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তারা হলেন মুহাম্মদ জামাল জুবাইদি ও উইসাম জিয়াদ হনুন। দখলদার বাহিনী তাদের মরদেহ নিয়ে গেছে বলে জানিয়েছে ওয়াফা।

জুবাইদি ও হনুনের নিহত হওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী, আইএসএ ও ইসরাইল বর্ডার পুলিশের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় তারা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, সিনিয়র ইসলামিক জিহাদ পরিচালনাকারী ছিল জুবেইদি। জেনিন ক্যাম্পের একজন সশস্ত্র যোদ্ধা ছিল সে।