জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নূরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. একরামুল হক আকন ও ক্রেডিট ডিভিশনের জিএম মো. আব্দুল মতিনের (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে অনুষ্ঠিত এসব সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
