আনোয়ারায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্রের ভাতা প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রামের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আনোয়ারা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণা রানী দাশ দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পটিয়া প্রশিক্ষণ কর্মকর্তা দিলুয়ারা কায়েস, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল আনসারী মুজিব, জাহেদুর রশিদ। বাছাই কমিটির সদস্য ও হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ওমেন জোনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমানসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।