প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগরকে শোকজ করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে এ শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মেহেরপুর-২ (গাংনী) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজÑ১ম আদালতের বিচারক মো. শাহিনুর রহমান গতকাল রোববার রাতে এ শোকজ করেন। গত সোমবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের খাস কামরায় প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজে বলা হয়েছে, ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর কর্তৃক পরিচালিত অ্যাডভান্স মেডিকেয়ার লিমিটেডে অর্থ ব্যয় করে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ডাক্তার নিয়ে রোগীদের ফ্রি সেবার নামে প্রেসক্রিপশনের অপর পৃষ্ঠায় নির্বাচনী পোস্টার ব্যবহার করে ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার অভিযোগ রয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন। লিখিত অভিযোগের শুনানি শেষে এ শোকজ করেন বিজ্ঞ আদালত।