উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। গতকাল তার যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটির সভাকক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য ড. ইয়াসমীন আরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত উপ-উপাচার্যকে। গত ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির আচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামীকে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। বিজ্ঞপ্তি
