বরিশালে নিজের শটগানের গুলিতে আহত কনস্টেবল

প্রতিনিধি,  বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে অসাবধানতাবশত নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। গত সোমবার উপজেলার চর শেফালী নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।

তিনি বলেন, অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় কায়সার তার শটগানের গুলি লোড করছিলেন। অসাবধানতাবশত গুলি কায়সারের বাঁ পায়ের বুট ভেদ করে শরীরে বিদ্ধ হয়।

পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, আহত কায়সার আহমেদকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।