কোচ ভাষায় শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে সভা

 

প্রতিনিধি, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামে ‘কোচ মাতৃভাষায় শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সোনে রাংটিয়া কোচপাড়া স্কুল মাঠে দুর্জয় কোচের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোচ নেতা হিটলার কোচ।

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।