নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইবোনের

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর শহরের বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা (কাঞ্চন) নদীতে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর রাইয়ান (৭) ও ইয়ানুর রাফি (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঙ্গীবেচা ব্রিজের কাছ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা দেড়টায় পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু।

শিশু রাইয়ান বাঙ্গীবেচা এলাকার আব্দুস সালামের ছেলে ও ইয়ানুর রাফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাশে খেলছিল রাইয়ান ও রাফি। একপর্যায়ে সবার অগোচরে তারা বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এর পর থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মাইকিং করা হয়। পরে নদীতে খোঁজাখুঁজি করে সন্ধ্যা সাড়ে ৭টায় বাঙ্গীবেচা ব্রিজের কাছ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন এলাকার লোকজন।  মৃত দুই শিশুর দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।