৫০ হাজার ইউরো পেলেন রুবাইয়াত

শোবিজ ডেস্ক: বাংলাদেশি গার্মেন্টকর্মী এক তরুণীর গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’-এর জন্য এবার ৫০ হাজার ইউরো পাচ্ছেন ‘আন্ডার কনস্ট্রাকশন’খ্যাত চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। টাকার হিসাবে যা দাঁড়াবে প্রায় ৪৮ লাখে!

আগুনে পুড়ে মারা যাওয়া সহকর্মীর জন্য যুদ্ধ করা আরেক গার্মেন্টকর্মীর এই গল্পের প্রযোজনায় আছে রুবাইয়াত ও তার স্বামী আশিক মোস্তফার প্রতিষ্ঠান খনা টকিজ।

সম্প্রতি ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে এ খবর পাওয়া যায়। তারা জানায়, সোরফন্ড প্লাস নামের নরওয়ের এক চলচ্চিত্র অনুদান সংস্থা চলচ্চিত্র নির্মাণে পিছিয়ে থাকা দেশগুলোকে নিয়মিত অর্থ দিয়ে আসছে। নরওয়ের পররাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাহায্যে তারা এ অর্থ প্রদান করে থাকে।