প্রতিনিধি, চুয়াডাঙ্গা : রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক – অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১১ টায় সুজন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুজনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন করতে হবে। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে পারিবারকে সহায়তার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ‘আমরা চাই আদর্শভিত্তিক জণকল্যাণমুখী রাজনীতি। যেখানে ভিন্ন মতের মানুষদের থাকবে শান্তিপূর্ণ সহাবস্থান। রাজনৈতিক হানাহানি থাকবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম, অ্যাড. নওশের আলী, এনজিও কর্মি নাঈম সরোয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।