তোফাজ্জল হত্যার বিচার সহ সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার বিচার সহ মব জাস্টিসের নামে সন্ত্রাস বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “মব-সন্ত্রাস নির্মূলে, আওয়াজ তুলি ঐক্যে উচ্চস্বরে” স্লোগানে রোববার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ফটকে স্লোগানে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়ে।

সর্বস্তরের নাগরিক, শিক্ষক-সাংবাদিক ও ছাত্রজনতার ব্যানারের এতে অংশনেয় বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক মানুষ।

মানববন্ধনকারীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ যুবক তোফাজ্জল হত্যা পুরোদেশের মানুষকে ব্যথিত করেছে। বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে সন্ত্রাস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড কারো কাম্য নয়। সুন্দর দেশে গঠনে সবার আগে প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা। কেউ যেনো আইন নিজের হাতে তুলে নিতে না পারে। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এসব ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে যথোপযুক্ত বিচার দাবি তাদের।