লেবাননের ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

শেয়ার বিজ ডেস্ক: লেবাননে জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার এবার দক্ষিণ লেবাননের ২৫টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে তারা। খবর: আল জাজিরা।

বৃহস্পতিবার সকালে রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, গত প্রায় এক বছরে ইসরায়েলি হামলায় মোট ১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭টি শিশুও রয়েছে। অন্যদিকে, লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর তুমুর লড়াই চলছে। দক্ষিণ লেবাননে লড়াইয়ে ১৭ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলি বোমায় লেবাননজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। গত বুধবার রাতভর অন্তত ১৭টি বিমান হামলা চালায় তারা। বৃহস্পতিবার ভোরে বৈরুতের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকার বহুতল ভবন লক্ষ্য কোরে বিমান হামলা চালানো হয়। যাতে বেশ কয়েকজন হতাহত হন। তাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। ভবনটি হিজবুল্লাহর সঙ্গে যুক্ত একটি বেসামরিক সংস্থার জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ভবনের সামনে অনেক অ্যাম্বুলেন্স ছিল। এটি যে স্বাস্থ্যসেবা কেন্দ্র তা নিয়ে কারোই কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। তারপরও এখানে হামলা চালিয়েছে তারা।

এই এলাকাটি জাতিসংঘের দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়। লেবাননের পার্লামেন্ট ভবন থেকেও তা মাত্র কয়েকশ মিটার দূরে। গাজা যুদ্ধের মতোই কৌশল অবলম্বন করছে ইসরায়েলের সামরিক বাহিনী। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে দক্ষিণ লেবাননের আরও প্রায় ২৫টি শহর ও গ্রামের বাসিন্দাদের বৃহস্পতিবার সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

গাজার মতো লেবাননেও ইসরায়েল তাদের অভিযানের দৃশ্য ধারণ করতে গণমাধ্যমকে অনুমতি দেয়নি। আইডিএফ তাদের নিজস্ব ধারণকৃত ভিডিও প্রকাশ করছে। লেবাননের গণমাধ্যমের পক্ষেও এই অভিযানের সংবাদ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। কারণ ইসরায়েল বলেছে, তারা সেখানে কোনো যানবাহন চলাচল করতে দেখলে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইযসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে শুরু হওয়া সংঘাতে অনেক বেসামরিক লোকও নিহত হয়েছে।
লেবাননের অর্থমন্ত্রী আমিন সালাম বলেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছে।