শেরপুরে বন্যার্তদের রান্না করা খাবার দিচ্ছে সেনাবাহিনী

Oplus_0

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৭ অক্টোবর সোমবার নকলা উপজেলার বিহারীর পাড় এলাকায় ৫০০ জনকে সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। তন্মধ্যে ২০০ জন বন্যা কবলিত মানুষকে রান্না করা খাবার এবং ৩০০ জনকে শুকনা খাবার প্রদান কা হয়।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন সজীব এ খাবার সরবরাহ কার্যক্রম তদারক করেন।

এদিকে, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর, দড়িকালিনগর ও হাতিবান্ধা ইউনিয়নের মিরপাড়া এলাকায় দুই শতাধিক দুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহায়ের খাবার বিতরণ কার্যক্রম তত্ত¡বাধান করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি বন্যা দুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।