মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ফুটবল খেলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন টেঁটাবিদ্ধ ব্যক্তিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গতকাল শনিবার সকাল ৭টায় জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের রূপচান মিয়া-নুরুউদ্দিন ও মুজিবুর রহমান-আব্দুল আজিজের দুই গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গত শুক্রবার বিকালে বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়া গ্রামের দুদলের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হওয়ার জের ধরে শনিবার সকালে দুই গ্রুপে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়ারা। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।