নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৯ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৪ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৬ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৭ কোটি টাকা বেড়েছে। এদিন ২৩ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫২৯টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ১০৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ২৪ কোটি ৩৭ লাখ, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ১৮ কোটি ৯৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ কোটি ৯৪ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১৬ কোটি ৮১ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৫ কোটি ২২ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১২ কোটি ৯৬ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১১ কোটি ৮০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১০ কোটি ৭২ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৭০ লাখ এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১৯ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। এর পরের অবস্থানে থাকা আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৭ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৮ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৭৯ দশমিক ০৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ৮৪ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯০ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল প্রায় ২ কোটি টাকার লেনদেন কমেছে।