আদমদীঘিতে লতিফ সিদ্দিকীর নামে মামলা

শেয়ার বিজ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে দরপত্র ছাড়াই পাটকলের দুই একর ৩৮ শতাংশ জমি বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি করায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আদমদীঘি থানায় এ মামলা করেন। মামলায় কালিতলা এলাকার জাহানারা রশিদ নামে এক নারীকেও আসামি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান জানান, উপজেলার রানীনগর বাজারে বাংলাদেশ জুট করপোরেশনের পাট ক্রয় কেন্দ্র ছিল। ব্রিটিশ সরকারের সময় দুই একর ৩৮ শতকের জমিটি সুরুজ মল আগারওয়ালা নামে এক ব্যক্তির কাছ থেকে হুমুকদখল করা হয়েছিল। বগুড়া শহরের কালিতলা এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ ২০১০ সালের ১৩ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জমিটি তিন বছরের জন্য লিজ নেন। প্রতি বছর লিজমানি ধার্য ছিল এক লাখ ২০ হাজার টাকা। জাহানারা রশিদ এক বছর লিজমানি পরিশোধ না করেই ওই জমি কেনার জন্য ২০১১ সালের ২৩ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সরকারি জমি স্থায়ীভাবে বরাদ্দ দিতে বা বিক্রি করতে উš§ুক্ত দরপত্র আহŸানের নিয়ম থাকলেও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী তা করেননি। তিনি তার পরিচিত জাহানারা রশিদের কাছে দরপত্র ছাড়াই ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা মূল্যের জমিটি মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ১১ পয়সা আর্থিক ক্ষতি হয়।

মঙ্গলবার সন্ধ্যায় দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আদমদীঘি থানায় তাদের নামে মামলা করেন।

দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়ার তত্তাবধানে ও বগুড়ার উপপরিচালক আনোয়ারুল হকের তদারকিতে অনুসন্ধান শেষে বাদী মামলাটি করেন।