নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৫ কোম্পানি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এসব কোম্পানি সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকের পাশাপাশি জুনে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বেক্সিমকোর পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
বিডি থাইয়ের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছর ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ন্যাশনাল পলিমারের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ইনটেক অনলাইনের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সেন্ট্রাল ফার্মা লিমিটেডের বোর্ড সভা ২৬ অক্টোবর বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সাইফ পাওয়ারটেকের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ড্রাগন সোয়েটারের পর্ষদ সভা ২৬ অক্টোম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ডেল্টা স্পিনার্সের পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
দেশবন্ধু পলিমারের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
মেঘনা পিইটির পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
মেঘনা কনডেন্সড মিল্কের পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
সিনোবাংলার পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ম্যারিকোর পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
এক্সিম ব্যাংকের পর্ষদ সভা ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
রূপালী লাইফের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
আরএকে সিরামিকের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভা ২৪ অক্টোবর বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
পিপলস ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৪ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
সিটি ব্যাংকের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
বিডি ফাইন্যান্সের পর্ষদ সভা ২৪ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
ইউনিক হোটেলের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সাফকো স্পিনিংয়ের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
মবিল যমুনার পর্ষদ সভা ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্যাসিফিক ডেনিমসের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এছাড়া হা-ওয়েল টেক্সইলের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, রংপুর ফাউন্ড্রির পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায়, এএমসিএলের (প্রাণ) পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৩টায়, আমরা টেকনোলজিসের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায়, বিডি অটোকারসের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায়, ন্যাশনাল টির পর্ষদ সভা ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, লিবরা ইনফিউশনের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৪টায়, আরামিটের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায়, ঢাকা ব্যাংকের পর্ষদ সভা ২৪ অক্টোবর বিকাল ৩টায়, রেনউইক যজ্ঞেশ্বরের পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল ৪টায়, জিলবাংলার পর্ষদ সভা ২৫ অক্টোবর বিকাল সোয়া ৩টায়, শ্যামপুর সুগারের পর্ষদ সভা ২৫ অক্টোবর বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।