বিশ্বের চতুর্থ ধনী কোচ হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটারদের বেতন কত, তা কয়েকদিন আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টাইগারদের কোচ হাথুরুসিংহের বেতন কেউ জানে না। তবে ক্রিকেট মান্থলির নতুন সংখ্যায় এবার সেটিই জানা গেছে। বেতনের দিক থেকে ক্রিকেট বিশ্বে এখন চতুর্থ স্থানে চণ্ডিকা হাথুরুসিংহে।

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী কোচ রবি শাস্ত্রী। ভারতের এ কোচ বছরে আয় করেন ৯ কোটি টাকা। টাকার অঙ্কে এর পরে রয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান। অজিদের এই কোচের বেতন বছরে চার কোটি টাকারও বেশি। তাছাড়া চার কোটি ২৯ লাখ টাকা বার্ষিক আয় করেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। এরপরই রয়েছেন বাংলাদেশের কোচ।

ক্রিকেট মান্থলি জানিয়েছে, বিসিবির কাছ থেকে শুধু বেতন হিসেবেই বার্ষিক তিন লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মূল্যমানে দুই কোটি ৭২ লাখ টাকা) পাচ্ছেন হাথুরুসিংহে। কোচের বেতনের দিক থেকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি দেখালেও ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে জিম্বাবুয়ের চেয়েও নাকি পিছিয়ে বিসিবি!