বাংলাদেশকে জয় এনে দিল ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফি্রংকা সফরে টানা ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট দল। শত চেষ্টার পরও এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে বলার মতো কিছু করে দেখাতে পারেনি। এ অবস্থা থেকে বের হতে টাইগারদের প্রয়োজন একটি জয়। কিন্তু চলতি সিরিজে আদৌ সেটা হবে কি না, তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তবে বাংলাদেশকে জয় এনে দিয়েছে ‘এ’ দল। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল তানভীর হায়দারের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ৫ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। দু’দলের প্রথম ম্যাচটি বৃষ্টিতে হয়েছিল পরিত্যক্ত।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য ১৯৬ রানের সহজ লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু দলীয় ১৩ রানেই ওপেনার জাকির হাসানকে হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ৫৬ রানের জুটি জয়ের পথেই রেখেছিল লাল-সবুজ প্রতিনিধিদের। তবে ৮ রানের ব্যবধানে সাদমান ও আল-আমিন আউট হলে শঙ্কা ভর করে বাংলাদেশের ওপর।

চতুর্থ উইকেটে শান্তকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি নাদিফ চৌধুরী। কিছুক্ষণ পরই অধিনায়কও পথ ধরেন সাজঘরের। সে সময় বাংলাদেশ ‘এ’ দলের রান ৫ উইকেটে ১১৩। এ অবস্থায় এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন তানভীর হায়দার। সপ্তম উইকেটে সানজামুল ইসলামকে নিয়ে দারুণ খেলেন তিনি। মূল্যবান ৪২ রান যোগ করেন স্বাগতিক এ ডানহাতি জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু দলীয় ১৫৬ রানের মাথায় সানজামুল আউট হলে হারের শঙ্কা ভর করে লাল-সবুজ শিবিরে। তবে এক প্রান্তে বুক চিতিয়ে একাই লড়াই চালিয়ে যান তানভীর। অষ্টম উইকেটে আবুল হাসানকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে জয়ের বন্দরে বাংলাদেশকে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত এ ডানহাতি ৯১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চারে। অন্যদিকে আবুল হাসান অবিচ্ছিন্ন থাকেন ১০ রানে।

এর আগে টস হেরে বল হাতে শুরু থেকেই আয়ারল্যান্ড ‘এ’ দলকে পরীক্ষায় ফেলেন সানজামুল ইসলাম ও আবুল হোসেন। নিয়মিত বিরতিতে তারা প্রতিপক্ষের উইকেট নিয়েছেন। যে কারণে সফরকারীরা ৪৮.১ ওভারে মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায়।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৯.১ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন সানজামুল। অন্যদিকে ৮ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনে মাত্র ২৫ রানের বিনিময়ে আবুল হাসান নেন ৩ উইকেট। এছাড়া তানভীর হায়দার, আল-আমিন ও আবু হায়দার রনি নিয়েছেন একটি করে উইকেট।

আগামীকাল কক্সবাজারে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ‘এ’: ৪৮.১ ওভারে ১৯৫ (টেক্টর ৬, শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, বালবির্নি ১৫, সিমি ৩৩, পয়েন্টার ২৫, টম্পসন ২৫*; আবু হায়দার ১/৪১, সানজামুল ৪/৩৩, আবুল হাসান ৩/২৫,  তানভীর ১/৩৫, আল-আমিন ১/২২)

বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ১৯৬/৭ (সাদমান ২৪, শান্ত ৪৪, তানভীর ৬১*, সানজামুল ১৬, আবুল ১০*; স্মিথ ১/৩২, সিং ১/২২, মাল্ডার ৩/৪২, ডকরেল ২/৪১)

ফল: বাংলাদেশ ‘এ’ ৩ উইকেটে জয়ী

সিরিজ: বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে এগিয়ে

ম্যাচসেরা: তানভীর হায়দার