নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১৪৭ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ০৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৯ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে এক হাজার ৯১০ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৩ কোটি ৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১৫৪টি শেয়ার এক লাখ ৪২ হাজার ৭৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত ছিল ৭৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে পূবালী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা গ্রামীণফোন লিমিটেডের ১৩ কোটি ৪ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১২ কোটি ২৩ লাখ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১০ কোটি ৫৪ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ কোটি ১৯ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৯ কোটি ৯২ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৫৯ লাখ, ট্রাস্ট ব্যাংক পিএলসির ৮ কোটি ৮৫ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৭ কোটি ৬৮ লাখ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ২৯ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৮৬ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৪ দশমিক ৮০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৭৭ শতাংশ, ইফাদ অটোস লিমিটেডের ৪ দশমিক ০১ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৫১ দশমিক ৭০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪০৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৪ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ৬৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের ২৭ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১৮ লাখ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৫ লাখ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ১৫ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৩ লাখ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৩ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ১২ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ লাখ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।