কিয়োটোয় হোটেল ভাড়ায় কর বসাবে জাপান

শেয়ার বিজ ডেস্ক: জাপানের প্রাচীন রাজধানী এবং পর্যটনকেন্দ্র কিয়োটো। সারাবছর পর্যটকদের ভিড় লেগে থাকে এই ঐতিহাসিক শহরটিতে। এতে বিরক্ত স্থানীয় বাসিন্দারা। তাদের ক্ষোভ প্রশমনের জন্য কর্তৃপক্ষ বিদশী পর্যটকদের জন্য হোটেল ভাড়ার সঙ্গে কর আরোপের পরিকল্পনা করছে। খবর: ডেইলি সাবাহ।

কিয়োটোয় রয়েছে অনেক দর্শনীয় স্থান। একই সঙ্গে জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় আন্তর্জাতিক দর্শনার্থীরা এই শহরে বেড়াতে আসেন। রাজধানী টোকিও থেকে বুলেট ট্রেনে এখানে সহজে পৌঁছানো যায়। যাত্রাপথে ফুজি পর্বতের দৃশ্য উপভোগ করেন পর্যটকরা। কিমোনো পরিহিত গেইশা এবং বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত এই শহরটি। তবে স্থানীয়দের অভিযোগ, পর্যটকরা গেইশাদের পেছনে পাপারাজ্জির মতো চলাফেরা করে; তাদের সঙ্গে ছবি তোলার জন্য উঠেপড়ে লাগে। এছাড়া যানজট এবং ময়লা ফেলার অভিযোগও উঠেছে।
রাতে থাকার জন্য জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার ইয়েন (১১২ থেকে ৩১৭ ডলার) হোটেল ভাড়া দিতে হয়। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এর সঙ্গে অতিরিক্ত ১ হাজার ইয়েন বা ৬ দশমিক ৩৫ ডলার দিতে হবে।

হোটেল রুমের ভাড়া ১ লাখ ইয়েনের উপরে হলে, কর দশগুণ বৃদ্ধি পেয়ে ১০ হাজার ইয়েন হয়ে যাবে। এ নিয়ম আগামী বছরের মধ্যে কার্যকর হবে বলে আশা করছে নগর কর্তৃপক্ষ। গত বছর জাপানে রেকর্ড ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটির বেশি বিদেশি পর্যটক বেড়াতে আসেন।
কিয়োটের মধ্যে গিয়ন এলাকায় সবচেয়ে বেশি পর্যটক সমাগম হয়। এলাকাটি চা, গেইকো (গেইশা স্থানীয় নাম) ও মাইকোর (গেইশা সহকারী) জন্য বিখ্যাত। এক মাইকোর কিমোনো ছিঁড়ে ফেলা এবং অন্য একজনের কলারে সিগারেটের টুকরা ঢুকিয়ে দেয়ার পর গত বছর কর্তৃপক্ষ গিয়নের সড়কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছিল। এর আগে, ২০১৯ সালে গিয়ন জেলা কাউন্সিল ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা দেয়।