ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে পাঁচ হাজার ২০৩ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ১৬০ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে এক হাজার ৯২২ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৫৫ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে। এ দিন ২২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৫৩৪টি শেয়ার এক লাখ ৬৮ হাজার ৮২২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২২ কোটি ১৬ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯ কোটি ৬৮ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৪ কোটি ৭৮ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ১৪ কোটি ৫৪ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১২ কোটি ৩৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৬৭ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১০ কোটি ১০ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১০ কোটি সাত লাখ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ৯১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৭ দশমিক ২৮ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৭ দশমিক ০৩ শতাংশ, এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১২ শতাংশ, ই জেনারেশন লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৫০ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ডের ৪ দশমিক ২৮ শতাংশ এবং ফার কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ৮ হাজার ৮১৬ দশমিক ৮৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে ১৪ হাজার ৫৪৩ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ৪০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ৯১ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা রবি আজিয়াটা পিএলসির ৬৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫০ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৩৯ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৭ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৩ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৩২ লাখ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২১ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১৯ লাখ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ১৭ লাখ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।