প্রতিনিধি, সাভার: ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুদের টিকা খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টায় উপজেলার ১৬ ইউনিয়নে ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ধামরাইয়ে এ বছর মোট ৬৩ হাজার ২০০ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫৬ হাজার লাল টিকা ও ৭২০০ নীল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৬ ইউনিয়নে ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রে ৫৬ হাজার লাল টিকা ও ৭২০০ নীল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়।