সিংহভাগ শেয়ারের দর পতনে সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমলেও ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ৫ হাজার ২০৫ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে এক হাজার ৮৮৮ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৬ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে। এ দিন ১৯ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪৭৩টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৬৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ২২১টির ও অপরিবর্তিত ছিল ৭৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেডের ২১ কোটি ৫০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ১১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১১ কোটি ৯৭ লাখ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৮৯ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ কোটি ২১ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ৮ কোটি ৭৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৮ কোটি ৪৮ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৯ কোটি ৮৯ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ১৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৭৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৫৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৬১ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৫৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংক পিএলসির ৬ দশমিক ২৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৬ দশমিক ১২ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ৮ হাজার ৮৪৫ দশমিক ৯৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১৪ হাজার ৫৫৬ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ৪ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭০ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩১ লাখ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২১ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ১২ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ১১ লাখ, উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১০ লাখ, রহিমা ফুড করপোরেশনের ৯ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ৯ লাখ, এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।