ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ৫ হাজার ২০৭ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১ হাজার ১৫৮ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ৮৮১ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩১ কোটি ৩২ লাখ টাকা বেড়েছে।

এ দিন ২২ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ৩০টি শেয়ার এক লাখ ৪২ হাজার ৫৬৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৩ কোটি ১২ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৪ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ১২ কোটি ৯৪ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ৮৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মাসিউটিকালস পিএলসির ১০ কোটি ৭১ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১০ কোটি ৩৪ লাখ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ১০ কোটি ৩২ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা ডিবিএইচ ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, স্যালভো কেমিক্যালস লিমিটেডের ৮ দশমিক ৯৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৮৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩১ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৬ দশমিক ৭৩ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫১ দশমিক ৯০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৩ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা উত্তরা ব্যাংক পিএলসির ২ কোটি ২৩ লাখ, উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১ কোটি ১২ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৬ লাখ, বিবিএস কেবলস লিমিটেডের ১৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১২ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ১২ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১২ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১১ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।