ধর্ষণচেষ্টা-পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাহাব উদ্দিন (৪৩) কে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ মার্চ) ভোররাতে সাহাব উদ্দিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সাহাব উদ্দিনের প্রতিবেশী এক নারী তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। সেখানে উল্লেখ করেন ১৩ মার্চ রাতে ওই নারীর ১৭ বছর বয়সী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। সেখান থেকে ঘরে যাওয়ার সময় তার মুখ চেপে ধরে সাহাব উদ্দিন। একপর্যায়ে তাকে ঘরের অদূরে খালি জমিতে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। পরে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন হুমকি-ধমকি দেয় সাহাব উদ্দিন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, আসামি সাহাব উদ্দিন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।