পাঁচ হাজার অবৈধ স্থাপনা গুড়িয়ে  দিলো সাভার উপজেলা প্রশাসন

প্রতিনিধি, সাভার (ঢাকা): মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় কমপক্ষে পাঁচ হাজার অবৈধ স্থাপনা। 

রোববার সকাল ১১টায়  সাভারের হেমায়েতপুর থেকে সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর হয়ে শিল্পাঞ্চল  ডিইপিজেড  পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে । পরবর্তীতে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে। ফুটপাত  দখল করে সর্বসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো মেনে নেবে না সাভার উপজেলা প্রশাসন। যেকোনো মূল্যে ফুটপাত দখল মুক্ত রাখা হবে। 

অভিযান কালে সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করে জনগণের চলাচলে বিঘ্ন ঘটাবেন না। বৈধ জায়গায় ব্যবসা করেন। আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সেটি উপজেলা প্রশাসন করবে। যদি দ্বিতীয়বার আবার ফুটপাতে ব্যবসা করার চেষ্টা করেন তাহলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।