শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে গতকাল এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তথ্যমতে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান আশিক চৌধুরী। এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৪ আগস্ট তার নিয়োগ বাতিল করে সরকার।
সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের তিনি সহযোগী পরিচালক ছিলেন আশিক চৌধুরী। পাশাপাশি আশিক চৌধুরী একজন স্বনামখ্যাত স্কাইডাইভার। থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। গত বছর অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাইডাইভিং করতে পারেন তিনি। ২০২৪ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্বরেকর্ড করেন তিনি।